চট্টগ্রাম সীতাকুণ্ডের পন্হিছিলা এলাকায় একটি স্ক্রাব বাহী ড্রামট্রাক নিয়ন্ত্রন হারিয়ে পুলিশের টহলরত একটি ভ্যানগাড়ীকে চাপা দিলে একজন পুলিশ ও ট্রাক চালক আহত হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, আজ রবিবার ভোর ৬ টায় একটি স্ক্রাববাহী ড্রামট্রাক চট্টমেট্রো- শ- ১১- ১৪৮৭,পন্হিছিলা এলাকায় পৌঁছালে সেখানে নিয়ন্ত্রন হারিয়ে টহলরত পুলিশের ভ্যানগাড়ীর ওপর এসে পড়ে,এতে একজন পুলিশ ও ট্রাক চালক আহত হয়েছে,পুলিশ ভ্যান গাড়ীটির ব্যাপক ক্ষতি হয়েছে।
সীতাকুণ্ড হাইওয়ে থানার এস আই মোঃ আলমগীর জানায়,দূর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্হলে গিয়ে গাড়ী দুটি সরিয়ে রাস্তার ওপর ছড়িয় ছিটিয়ে পড়া স্ক্রাব লোহাগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
স্ক্রাববাহী ড্রামট্রাকটি জোড়ালগন্জ বি এস আর এম ইস্পাত কারখানায় যাচ্ছিল। সকালে রাস্তা ফাঁকা পেয়ে দ্রুত চালাতে গিয়ে এই দূর্ঘটনা পতিত হয়েছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply