দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল ঘোষনা করায় সীতাকুণ্ডে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূইয়ার নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কসহ পৌরসদরের প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিল ও হরতাল অবরোধের বিরোদ্ধে সমাবেশ করেছে।
গতকাল রাত ৮টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার নেতৃত্বে দলের নেতা কর্মীদের নিয়ে বিশাল আনন্দ মিছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে পৌরসদরে প্রবেশ করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নামার বাজারের মুখে আনোয়ারা প্লাজার সামনে শেষ করে।
এতে উপস্হিত ছিলেন, সীতাকুন্ড পৌর মেয়র ও পৌর আঃলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ বদিউল আলম, উপজেলা আঃলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী, সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম, সহ-সভাপতি সভাপতি ৪নং মুরাদপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রেজাউল করিম বাহার,উপজেলা আঃলীগ যুগ্ন সম্পাদক মোঃ সাঈদ মিয়া,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি মেম্বার মোঃ শাহাবুদ্দিন,১নং ইউনিয়ন আঃলীগ সভাপতি খোরশেদ আলম,আঃলীগ নেতা রতন মিত্র,সাহাবুদ্দিন,বিজয় চক্রবর্তী,মোঃ সেলিম,উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী ও ৪নং মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ রেহান উদ্দিন প্রমূখ।
সমাবেশে বাকের ভূঁইয়া তার বক্তৃতায় বলেন,নির্বাচন কমিশন আগামী ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল ঘোষনা করায় কমিশনকে ধন্যবাদ জানাই।
বিএনপি জামায়াতের হরতাল অবরোধ এ দেশের জনগণ মানে না বিধায় নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষনা করতে বাধ্য হয়।নির্বাচনের দিন ভোটাররা ব্যালেটের মাধ্যমে ভোট প্রদান করে আবার আমাদের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে ইনশাল্লাহ।
তিনি আরো বলেন,আমি বিগত ৫০ বছর ধরে নিজের জীবনবাজি রেখে এ অঞ্চলে আমাদের সভানেত্রী ও জননেত্রী শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় এনেছি।তাই আমাদের দলের নেতাকর্মীদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে কোন সন্ত্রাসী কায়দায় বিএনপি জামায়াত নির্বাচন বানচাল করতে না পারে।
কারণ এ দেশের জনগণ কখনো জ্বালাও পোড়াও পছন্দ করে না বিধায় তাদের ডাকা হরতাল অবরোধ না মেনে যান চলাচল বজায় রেখেছে।
অপরদিকে আনন্দ মিছিলে আশা উপজেলা শ্রমিক লীগের সেক্রেটারী শাহাবুদ্দিন বলেন,একমাত্র তৃণমূলের ত্যাগী ও সাহসী নেতা হলো আমাদের উপজেলা সভাপতি বাকের ভূঁইয়া।
তিনিই একমাত্র ব্যক্তি নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল ঘোষনার পরপর আনন্দ মিছিল বের করে।তিনি নিজের জীবনবাজি রেখে ও নিজের সহায় সম্পদ জায়গা জমি বিক্রি করে সেই অর্থ দিয়ে দলকে টিকিয়ে বৃহত্তর দলে পরিণত করেন।
তাই আজ তার বিকল্প কেউ নেই। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো দলের ত্যাগী নেতা বাকের ভূঁইয়াকে নমিনেশন দিয়ে তৃণমূলের মূল্যায়ন করবেন।