ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভা চট্টগ্রাম জেলা কমিটির চেয়ারম্যান নিজামুদ্দিন মীরের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শায়রিয়া সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলহাজ্ব লায়ন এ এস এম হোসাইনুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান মুন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কমিটির চেয়ারম্যান জনাব আতিকুল্লাহ খান,
মহানগর কমিটির সচিব সাজেদুল আলম চৌধুরী মিল্টন,জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল, জেলা সচিব মো. কাউসারুজ্জামান,জেলা কমিটির যুগ্ন সচিব মোহাম্মদ ইউসুফ, খুলশী থানা কমিটির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান দুলাল গাজী,
চকবাজার থানা কমিটির চেয়ারম্যান এসএম মোস্তফা,কোতয়ালী থানা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন, হালিশহর থানা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ সাবউদ্দিন শরীফ,মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বখতিয়ার ও অন্যান্য সদস্যগন।
১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা কমিটির চেয়ারম্যান নিজামুদ্দিন মীরকে আহবায়ক করে ১১ জনের একটি আবাহয়ক কমিটি গঠন করা হয়।