দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে ফখরুল ইসলাম চৌধুরী পরাগ ভাইস চেয়ারম্যান এবং আসলাম খান সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
ভোটে কার্যকরী পরিষদের পাঁচ জন সদস্যও নির্বাচিত হয়েছেন। সোসাইটিতে পদাধিকার বলে জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
গতকাল(০২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নগরীর আন্দরকিল্লাস্থ জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারিসহ ৭টি পদে দুই হাজার ৯৪৬ জন আজীবন সদস্য ও ৪৩৪ জন বার্ষিক সদস্য ভোটারদের মধ্যে সর্বমোট ৮৮৯ ভোট কাস্ট হয়েছে।
নির্বাচনে ভাইস চেয়ারম্যানের একটি পদের বিপরীতে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ফখরুল ইসলাম চৌধুরী পরাগ ৫০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী পেয়েছেন ৩৪১ ভোট। ৪৮৯ ভোট পেয়ে মোহাম্মদ আসলাম খান সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল মালেক খান পেয়েছেন ৩৬৬ ভোট। কার্যকরী সদস্যের ৫টি পদে ৫৬২ ভোট পেয়ে রাইসুল ইসলাম চৌধুরী, ৫১২ ভোট পেয়ে হাসান মুরাদ বিপ্লব, ৪৮৮ ভোট পেয়ে মোহাম্মদ শাহিদুল ইসলাম, ৪৮১ ভোট পেয়ে মোহাম্মদ ইসমাইল হক এবং ৪৭২ ভোট পেয়ে সুগ্রীব কুমার মজুমদার দোলন নির্বাচিত হন।
কার্যকরী সদস্য পদে অপর ০৩জন প্রার্থী মোহাম্মদ রাশেদ খান মেনন পেয়েছেন ৪১৩ ভোট, মোহাম্মদ শাহাদাত হোসেন রোমেল ৪০৯ ভোট এবং মোহাম্মদ আবদুল মোনাফ পেয়েছেন ৩৩১ ভোট।
ভোট গ্রহণ শুরুর আগে সোসাইটির চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply