চট্টগ্রাম সীতাকুণ্ডে অবরোধের সমর্থনে যুবদল বিক্ষোভ মিছিল করেছে।আজ রবিবার সকাল ১১ টায় উপজেলার বাঁশবাড়ীয়ায় এই বিক্ষোভ মিছিল শেষে যুবদল নেতা শাহাদাত বক্তব্যকালে বলেন, স্বৈরাচার সরকার শেখ হাসিনার পদত্যাগ ও দেশে নিরপেক্ষ সরকার নির্বাচনের জন্য আমরা রাজপথে আছি।
[video width="768" height="448" mp4="https://www.deshynews24.com/wp-content/uploads/2023/12/received_664261372584808.mp4"][/video]
আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে যাবো না। বক্তব্যকালে তিনি আরো বলেন, বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর মুক্তি ও কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের বিরুদ্ধে মিথ্যা ও ফরমায়েশী যেই রায় দিয়েছে, সরকারের মদদপুষ্ট আদালত বাতিল করতে হবে।
জনগণ এই অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী হাসিনাকে মানে না। অনতিবিলম্বে এসব রায় প্রত্যাখ্যান করে সুতরাং সকল যুবদল নেতাদের মুক্তি দিতে হবে। অন্যথায় এই আন্দোলন চলবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের নেতা ইমাম হোসেন রানা,মোঃ জাবেদ,মোঃ রুবেল,মোঃ মাসুদ প্রমুখ।