চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্বেগে হতদরিদ্র মানুষের ফ্রি চিকিৎসা এবং বিশেষজ্ঞ ডাক্তার দারা ফ্রি ক্যাম্পিং অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম বিভাগে কমিটি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিজান উল্লাহ,সমরকান্দি সাংবাদিক পরিষদের সিনিয়ার সহ-সভাপতি মোহাম্মদ এনায়েত হোসেন, আজকের বসুন্ধরা চট্টগ্রামের বিভাগীয় বুরো প্রধান মোহাম্মদ আজাদ,সাংবাদিক উন্নয়ন পরিষদের অর্থ সম্পাদক মোহাম্মদ রাজিব, সাংবাদিক উন্নয়ন পরিষদ সংগঠক সম্পাদক মোঃ মুরাদ, যুগ্ন সম্পাদক মোঃ সোহেল, কার্যকারী কমিটির সদস্য মোঃ মনির, দৈনিক তালাশের রিপোর্টার মোঃ কামাল।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বিভাগীয় সভাপতি মোঃ পারভেজ শেখ, অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক রেখা চৌধুরী।
এতে আরো উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ নাসির সহ অন্যান্য সামাজিক এবং সাংবাদিক নেতৃবৃন্দ। এতে প্রায় ২০০ মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। ভবিষ্যতে এভাবে আরও বিভিন্ন এলাকায় চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের মাধ্যমে অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা ওষুধ দেওয়া হবে।
সাংবাদিক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন যতদিন আমি থাকবো এ প্রতিষ্ঠানে অসহায় হতদরিদ্র প্রতিবন্ধী মানুষের পাশে সেবা দিয়ে যাব এবং সাংবাদিকরা যেখানে নির্যাতিত হবে সেখানে আমরা প্রতিবাদ করব সাংবাদিকদের পাশে থাকবো ।