আজ (১০ ডিসেম্বর ২০২৩ ইং) গাজীপুর জেলা কমিটি ও মহানগর কমিটির উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামানকে ফুলের তোরা ও ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন, গাজীপুর মহানগর কমিটির সচিব মোঃ নজরুল ইসলাম ও গাজীপুর মহানগর কমিটির চেয়ারম্যান আশরাফুর জামান ঠান্ডা এবং অন্যান্য মানবাধিকার কর্মী। প্রধান অতিথি বক্তব্যে বলেন,মানবাধিকার রক্ষায় সকল মানবাধিকার কর্মি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তাছাড়া শুধু মাত্র মানবাধিকার কর্মি বা দায়িত্বশীল হয়ে বসে থাকলে মানবাধিকার পাপ্প মানুষগন অবহেলিত হবে এবং এক পর্যায়ে সকল স্থানে মানবাধিকার লংঘন হবে।
এতে পৃথিবীতে অশান্তি সৃষ্টি হবে, তাই সকল মানবাধিকার সংগঠন গুলোকে মানবাধিকার রক্ষায় আরো অনেক বেশি ভুমিকা পালনে এগিয়ে আসতে হবে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply