প্রফেসর মুহাম্মদ ইউনূস জেদ্দায় ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এসোসিয়েশন ফুটবল (#FIFA)-এর মহাসচিব ফাতমা সামুরার সাথে বৈঠক করেন।
এই বৈঠকে তাঁরা সামাজিক ব্যবসাকে কীভাবে ফুটবল সেক্টরের সাথে সমন্বিত করা যায় এবং নারী ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সামাজিক ব্যবসা কী ভূমিকা পালন করতে পারে সেসব বিষয়ে তাঁদের স্ব-স্ব চিন্তা-ভাবনা ও রূপকল্প নিয়ে আলোচনা করেন।
প্রফেসর ইউনূস বলেন যে, ইউনূস স্পোর্টস হাব কমিউনিটিগুলির ক্ষমতায়ন এবং তাদের জন্য ইতিবাচক পরিবর্তন আনয়নের লক্ষ্যে FIFA ও তার সহযোগী সদস্যদের সাথে একযোগে কাজ করতে চায়।
তাঁদের আলোচনায় তাঁরা নারী ফুটবল ক্লাবসমূহ ও তাদের খেলোয়াড়দের জন্য উপযুক্ত সহায়তা ব্যবস্থা সৃষ্টি এবং ক্রীড়া হিসেবে ফুটবলের প্রতিটি পর্যায়কে সামাজিক উদ্দেশ্যের সাথে সমন্বিত করার গুরুত্বের উপর জোর দেন।
ট্রেনিং সেশনগুলিতে প্লেয়াররা শুধু খেলার কৌশলগুলিই রপ্ত করবে না, তাদেরকে খেলার সামাজিক উদ্দেশ্যগুলির উপরও শিক্ষাদান করা হবে – এই লক্ষ্যগুলি কীভাবে অর্জন করতে হবে, কীভাবে সামাজিক ব্যবসা ডিজাইন করতে হবে, প্রাথমিক পর্যায় থেকে সামাজিক লক্ষ্যসমূহ অর্জনের দক্ষতাকে কীভাবে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে হবে ইত্যাদি।
প্রফেসর ইউনূস তাঁকে জুন ২০২৪-এ ম্যানিলায় অনুষ্ঠেয় সামাজিক ব্যবসা দিবসে যোগদানের আমন্ত্রণ জানান। FIFA মহাসচিব উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply