চট্টগ্রামে হাটহাজারীতে অভিযান চালিয়ে দেশীয় তৈরী এলজি ও এক রাউন্ড কার্তুজসহ যুবককে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই যুবকের নাম মো. আব্দুর রাজ্জাক (৪৫)।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের মনছুরাবাদ কলোনীর মো. আব্দুর রাজ্জাক এর বসত ঘরের শয়ন কক্ষ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। কাঠের তৈরী অস্ত্রটি বাটসহ দৈর্ঘ্য প্রায় ১ফুট ৭ ইঞ্চি।
গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক উক্ত ইউনিয়নের পশ্চিম মির্জাপুর মনছুরাবাদ কলোনী জলিল সর্দার বাড়ির মৃত আলতাফ হোসেনের পুত্র। অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি রুজু করেছে। ওই দিন সন্ধ্যায় ঘটনার সত্যতা স্বীকার করেছেন হাটহাজারী মডের থানার উপ-পরিদর্শক এমরান হোসাইন।
তিনি জানান, আব্দুর রাজ্জাককে তার বসতঘর থেকে দেশীয় তৈরী এলজি ও কার্তুজসহ থানা পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় ডাকাতি ও অস্ত্র মামলা আইনে একাধিক মামলা রয়েছে।