সুনামগঞ্জ ছাতকে উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক বিনামূল্যে প্রায় ২৫০ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী জাউয়াবাজার চান্দ আলী মার্কেটের পাশে ক্যাম্পিং করা হয়।
এসময় সভাপতিত্ব করেন উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নাজিম উদ্দীন তালুকদার, পরিচালনা করেন মাহফুজ আহমদ, উপস্থিত ছিলেন সংগঠনের সহসাধারণ সম্পাদক সাংবাদিক তাজিদুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া,প্রচার সম্পাদক ইয়াহইয়া মাহমুদ,সহ প্রচার সম্পাদক মাও কদরিছ আলী, প্রবাসী কল্যাণ সম্পাদক হাঃ কামিল আহমদ, ক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান,আব্দুল্লাহ আল মামুন সহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা ও প্রমূখ উপস্থিত ছিলেন।