মহান বিজয় দিবস উপলক্ষে ৯ জনকে সম্মননা স্বরক প্রদান করেছে ছাতক-দোয়ারাবাজার এলাকার অরাজনৈতিক সামাজিক গ্রুপ ‘ইয়াং ষ্টার ব্লক’।
গত শনিবার রাত ৮টায় বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন সানি কমপ্লেক্সর সামনে সংগঠনের উদ্যোগে এক অনুষ্টানে উক্ত সামাজিক গ্রুপের দু’বছর মেয়াদী কাউন্সিল সভা শেষে এ সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।
শিক্ষা খাতে ছাতক সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় থানার ওসি মোঃ শাহ আলম, সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ছাতক রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব ও দৈনিক সমকাল/উত্তরপূর্ব প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান ও সিলেট তথ্যানুসন্ধানের নির্বাহী সম্পাদক ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি এমএইচ খালেদ মিয়া, সমাজ সেবায় বিশেষ অবদান রাখায়, মোঃ আলমঙ্গীর হোসেন তালুকদার, মোঃ মিজানুর রহমান, মোঃ আবু সৈয়দ মিয়া ও মোঃ সোহাগ আহমদ, সাংস্কৃতিতে কণ্ঠ শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ও সাংগঠনিক কার্যক্রমে মোঃ তাশরিফ হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এর আগে অনুষ্টানে ‘ইয়াং ষ্টার ব্লক’ এর কাউন্সিল শেষে তরুন ব্যবসায়ী মো.সামিউল হক সানিকে সভাপতি মোঃ মঈন উদ্দিনকে সাধারন সম্পাদক ও মোঃ রবিউল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করা হয়।
কাউন্সিল শেষে জনপ্রিয় ধারাভাষ্যকার এআর সায়েমের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্টানে অংশ নেন মতিউর রহমান ওরফে পাগলা হাসান, সিলেটের জনপ্রিয় নাটক ব্যক্তিত্ব মো.শাহেদ মোশারফ ওরফে কঠাই মিয়া, অন্যন্যা রুমা, শরীফ কিশোর, এমআর জিএস ও মাহি প্রমূখ।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply