নূরানী তা'লীমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ পরিচালিত তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় অনলাইনে প্রকাশ করা হয়।
এর আগে বোর্ডের প্রধান কার্যালয় মিলনায়তনে বোর্ডের চেয়ারম্যান আল্লামা খলিল আহমদ কাসেমীর হাতে কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল তুলে দেন বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা মুফতি জসীমুদ্দীন ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী মুহাম্মদ আলী।
জানা গেছে, এবার সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ৬ লক্ষ ৬০ হাজর ৫৫৪ জন। পাস করেছে ৬ লক্ষ ৪৫ হাজার ১৫১ জন। পাসের হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯ হাজার ৫৫০ জন। চলতি বছরের ২৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এক ও অভিন্ন প্রশ্নপত্রের আলোকে অনুষ্ঠিত ৩য় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় সারাদেশ হতে ২ হাজর ৮৮৯টি কেন্দ্রে ৯ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের সর্বমোট ৬ লক্ষ ৬২ হাজার ১৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এদিকে, ফলাফল প্রকাশ উপলক্ষে বোর্ড কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজন করা হয়। উক্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের সহ-সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী মুহাম্মদ আলী কাসেমী। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের মুহতারম চেয়ারম্যান ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী।
বোর্ডের সিনিয়র প্রশিক্ষক মাওলানা কামরুল ইসলাম সাহেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর সহযোগী পরিচালক আল্লামা মুফতী জসীমুদ্দীন। এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সাংগঠনিক সচিব মাওলানা জমির উদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা মীর মুহাম্মদ আনিস, অর্থসচিব হাফেজ মাওলানা ইসমাইল, সহ অর্থসচিব মাওলানা ওসমান ফয়েজ, সম্মানিত সদস্য মাওলানা ইউনুস, মাওলানা ওসমান শাহানগরী, প্রশিক্ষক ও পরিদর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আবুল হাসেম, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা মনজুরুল ইসলাম মনজুর এবং মাওলানা নুরুল আবসারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।