চট্টগ্রামের সীতাকুণ্ডের চাঞ্চল্যকর হত্যা ও অপহরণ মামলার মুল আসামি ডাকাত সাদ্দাম অস্ত্র সহ র্যাব-৭’র হাতে গ্রেফতার হয়েছে।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে খুন,ধর্ষন,অপহরণ মামলার এজাহার ভুক্ত প্রধান পলাতক আসামি ডাকাত সাদ্দাম চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জোড়ামতল এলাকায় তার ভাড়া বাসায় অবস্থান করছে,এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল আজ শনিবার (২৩ ডিসেম্বর ২০২৩ ইং) সোয়া দুইটার সময় উল্ল্যেখিত স্থানে অভিযান চালিয়ে দূর্ধর্ষ আসামি ডাকাত সাদ্দাম, পিতা-মোঃ জালাল আহম্মদ, সাং-চৌধুরী পাড়া, থানা- সীতাকুণ্ড, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে সুত্রে বর্ণিত মামলার এজাহার নামীয় প্রধান এবং হত্যা মামলার সম্পৃক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে।
পরবর্তীতে আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা একটি আগ্নেয়াস্ত্রের কথা স্বীকার করলে তা উদ্ধার করা হয়।
থানার সিডিএমএস পর্যালোচনা সুত্রে জানা যায় ধৃত আসামি সাদ্দাম ডাকাত সাদ্দাম এর নামে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় ডাকাতি, ছিনতাই, অপহরণ এবং হত্যাসহ সর্বমোট ১০টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে আসামীকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।পুলিশ আগামীকাল রবিবার তাকে কোর্টে প্রেরণ করে রিমান্ড চাইবে বলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানায়।