নগরীর পাঁচলাইশ থানাধীন ৩ নং ওয়ার্ড হাজিরপোল এলাকার কৃতি সন্তান, ও অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউভার্সিটি অব টেকনোলজি মেলবোর্ন এর প্রফেসর ডক্টর কফিলউদ্দিনের নিজস্ব বাসভবনের একটি হলরুমে, বন্ধু ও অতিথি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে তিনটার সময় মোঃ মহিউদ্দিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন, ডেনমার্ক প্রবাসী ডঃ মোহাম্মদ মাঈনুদ্দিন।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডিজাইন এসোসিয়েট'সের ইঞ্জিনিয়ার মোঃ ওসমান ফারুকী চৌধুরী।
এছাড়া বন্ধু সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সৌদির জেইন টেলিকমের এডমিনিস্ট্রেটর ইঞ্জিনিয়ার মোহাম্মদ উল্লাহ রাসেল।
এতে আরও ডিপার্টমেন্ট অফ সি,এস,ই,সি.আই.ইউ'র ইঞ্জি: প্রফেসর ড.মোহাম্মদ আসিফ। সিএমপি'র সহকারী পুলিশ কমিশনার মোঃ বেলাতে হোসেন।
ডিপার্টমেন্ট অব সি,এস,ই,চুয়েটের ইঞ্জি: মো: প্রফেসর কামাল।
ডিপার্টমেন্ট অফ সি,এস,ই,সি.আই.ইউ'র ইঞ্জি: মোহাম্মদ ইব্রাহিম, ব্রাঞ্চ ম্যানেজার,পিএইচপি গ্রুপ,চট্টগ্রাম।
এতে আরও উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের উপ-সহকারী কর্মকর্তা, মোহাম্মদ রাশেদ আলম।
এসময় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার দুলাল কান্তিধর ,সহ এলাকার আরি সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
আয়োজিত জমকালো বন্ধু সমাবেশে বন্ধুরা বলেন; জীবন উন্নয়নের প্রধান সোপানই হল শিক্ষা । শিক্ষার কোন বয়স নেই। প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক মিলে মানুষ সারা জীবনই কোন না কোন ভাবে শিক্ষা অর্জন করে থাকেন। শিক্ষা নীতি, নৈতিকতা, সামাজিক মূল্যবোধের মতো বিষয়'কে অনুসমর্থন করে যা সমাজের জন্য চিরকল্যানকর।
পরিশেষে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।