বোয়ালখালীতে নিবার্চনী আচরনবিধি লঙ্ঘন করায় চট্টগ্রাম ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার’র ফুলকপি সমর্থককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধরলা এলাকায় বিজয় অভিযান পরিচালনা করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী এ জরিমানা করেন।
অভিযান সূত্রে জানা গেছে, আচরণবিধি প্রতিপালন পর্যবেক্ষণকালীন নির্বাচনী আচরণবিধিমালা এর ৭, ৮ ধারা লঙ্ঘনের দায়ে ফুলকপির সমর্থককে ৫ হাজার জরিমানা করা হয়।
এবিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী বলেন, সকল প্রার্থীকে আচরণবিধিমালা যথাযথ ভাবে পালনের অনুরোধ করা হলো৷ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণ বিধিমালা সঠিকভাবে প্রতিপালন না করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply