মোঃ আলাউদ্দিন-
চট্টগ্রাম মহানগর বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফতাব হোসেনের দিকনির্দেশনায়- ১ জানুয়ারি ২০২৪ ইং তারিখ, ২.৩০ ঘটিকার সময় বাকলিয়া থানাধীন ৫নং ব্রীজ সংলগ্ন কল্পলোক আবাসিক ২নং রোডের উত্তর পাশে খালপাড় অন্ধকারাচ্ছন্ন খালী জায়গায় এস.আই মোঃ এনামূল হক সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাতে ডিউটি করাকালে ১। মোঃ আসিফ (২২), ২। মোঃ সবুজ (১৯), ৩। মোঃ বাদশা (২৫), ৪। মোঃ ইউনুছ প্রঃ শ্রাবন (২৩)দেরকে ক) ২ টি স্টীলের টিপ ছোরা, খ) প্লাস্টিক বাটযুক্ত ১টি ছোরা, ১টি প্লাস্টিক বাটযুক্ত চাইনিজ কুড়ালসহ সংঘবদ্ধ হইয়া ডাকাতির প্রস্তুতির সময় জব্দকৃত আলামতসহ গ্রেফতার করে অসামীদের থানায় নিয়ে আসেন –
আসামী- ১। মোঃ আসিফ (২২), পিতা- মোঃ ইসমাইল মিয়া, সাং-কালামিয়া বাজার, দোতলা বড় মসজিদ গলি, কচুওয়ালা বাড়ীর পিছনে, চুনতি বাদশার বাড়ী, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ সবুজ (১৯), পিতা-মোঃ জসিম উদ্দিন, সাং-কালামিয়া বাজার, মোজাফ্ফর রোড, খালপাড়, লোহার ব্রীজের পাশে, নুর মোহাম্মদ সওদাগরের কলোনী, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- তুলতলী, জামাই বাজার, বালুরমাঠ, আব্দুল নুর সওদাগরের কলোনীর ভাড়াটিয়া, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ বাদশা (২৫), পিতা- খোকন মিয়া, সাং- বাখরনগর, থোল্লা, লতিফ মেম্বারের বাড়ী, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমানে- তুলাতলি, মদিনা ক্লাবের পিছনে ল্যাংরার কলোনী, থানা- বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ ইউনুছ প্রঃ শ্রাবন (২৩), পিতা-মোঃ বাহাদুর মিয়া, মাতা-রুমা আক্তার, সাং-চাক্তাই, ভেড়া মার্কেট, নতুন পুলের পাশে, সভাপতি কলোনী, থানা-বাকলিয়া, জেলা- চট্টগ্রাম’ সহ অজ্ঞাতনামা ৬/৭ উক্ত বিষয়ে -বাকলিয়া থানার মামলা নং-১, তারিখ-০১/০১/২০২৪ খ্রিঃ, ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ রুজু হয়।