চট্টগ্রাম, সীতাকুণ্ড উপজেলার ০৫ নং বাড়বকুণ্ড ইউনিয়নের বাড়বকুণ্ড বাজারের, নামার বাজার মসজিদ সংলগ্নে প্রতিষ্ঠিত কিছু দোকানঘর পুড়ে ছাঁই হয়ে গিয়েছে। আজ (০৩ জানুয়ারি ২০২৪ ইং) রোজ বুধবার, ভোর প্রায় ৫:৩০ ঘটিকায় আগুন লেগে কিছু দোকানঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে।
ভয়াবহ এই আগুনে (০৫) পাঁচটি দোকানঘর ও মালামাল জ্বলে পুড়ে ছাঁই হয়ে যায়। দোকানগুলোর মধ্যে দুইটি পোলট্রি মোরগীর দোকান, একটি কুলিংকর্নার দুটি মুদির দোকান ছিল। এতে দোকানীদের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়,বৈদ্যুতিক শর্ট-সার্কিটে এই আগুনের সূত্রপাত, সাধারণ মানুষের ধারণা এটি কোন দুষ্কৃতিকারীর কাজ হয়ে থাকতে পারে।
আগুন লাগার ২ ঘন্টার মধ্যে সাধারণ মানুষের সহযোগিতায় সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুই’টি টিম এই প্রজ্বলিত আগুন নিভাতে সক্ষম হয়,এবং আশেপাশে আরো অনেক দোকানপাট ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যায়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সুত্র থেকে যানাযায়, ভোর প্রায় ৫:৩০ টার সময় বাড়বকুণ্ড নামার-বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে ছুটে যায় এবং প্রায় (০২) দু’ঘন্টা যাবত অক্লান্ত চেষ্টার মাধ্যমে আগুন পরিপূর্ণ নিভাতে সক্ষম হয়। এবং আশেপাশের দোকানপাট গুলো রক্ষা ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমানো গিয়েছে। বর্তমানে যেসব দোকানঘর ও মালামাল পুড়ে গিয়েছে সেগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় (০৫) পাঁচ লক্ষ টাকার মতো হবে।
এদিকে দোকানীরা বলছেন দোকানের মালামাল ও দোকানঘর সহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকার মতো। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে হয়েছে বলা হলেও দোকানের মালিকগন ও সাধারণ মানুষের মধ্যে কেউ কেউ এটি একটি পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনা বলে বলছেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply