দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম (০৪) চার আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম চৌধুরী দুল দুল ডাব মার্কায় ভোট চেয়ে নির্বাচনী গনসংযোগ করেন। তিনি বলেন (০৭) সাত জানুয়ারি ডাব মার্কা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন, আপনাদের সেবা করার সুযোগ দিন, আমি যদি নির্বাচিত হই চট্টগ্রাম (০৪) চার আসনে বেকারত্ব দূর করার চেষ্টা করব, শিক্ষিত বেকার যুবকদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করব এবং নারী উদ্যোক্তাদেরকে তৈরি করে আত্ম কর্মসংস্থার ব্যবস্থা করব।
(০৭) সাত জানুয়ারি আপনাদের মূল্যবান ভোট দিয়ে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ দিন, অবশ্যই আমি জনগণ এবং আপনাদের কথা বলব এ আসনকে আমি ডিজিটাল একটি আসন রূপান্তর করব।
আপনারা জানেন আমি যুব উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে অনেক বেকার যুবককে আমার সংস্থার মাধ্যমে কর্ম সংস্থার ব্যবস্থা করেছি।আমি দুই দুইবার জাতীয় পুরস্কার পেয়েছি আমার জীবনে আপনাদের কাছে আর কিছু চাওয়ার নেই, শুধু আমাকে (০৭) জানুয়ারি ডাব মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply