চট্টগ্রামের প্রবেশদ্বার সীতাকুণ্ডে একটি প্লাস্টিক ড্রামবাহী মিনি ট্রাকে আগুন দিয়েছে কয়েকজন দুর্বৃত্ত। এতে প্লাস্টিক ড্রামসহ মিনিট্রাকটি পুড়ে গেছে। এসময় চালক নেমে পড়লে ভাগ্যক্রমে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পুলিশ।
আজ শনিবার (৬ জানুয়ারি ২০২৪ ইং) ভোর সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড সদরের দেড় কিলো মিটার দক্ষিনে ঢালিপাড়া রাস্তার মাথা (মেসার্স মোস্তফা সিএনজি ফিলিং স্টেশনের বিপরীত) এলাকায় এ ঘটনাটি ঘটে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (ওসি) আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ শনিবার ভোরে মহাসড়কের ঢালিপাড়া এলাকায় ঢাকামুখী ড্রামবাহী মিনি ট্রাকটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সীতাকুণ্ড থানা-পুলিশের একটি টহল দল ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসেন।
প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু তাঁর আগেই গাড়ী ভর্তি থাকা প্লাস্টিকের ড্রামগুলি পুড়ে যায়।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার ইরন সরকার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে দ্রুত ছুটে যান। সেখানে গিয়ে মহাসড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই মিনি ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত আগুন নেভাতে নেমে পড়েন ও আধ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনের জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, চালক তাঁকে জানিয়েছেন ৮-১০ জন দুর্বৃত্ত চলন্ত গাড়িটিকে মহাসড়কে দাঁড় করাতে বাধ্য করেন। এরপর চালক ও তাঁর সহকারীকে গাড়ি থেকে নামিয়ে পেট্রল বোমা ছুঁড়ে পিকআপে আগুন ধরিয়ে দেয় দুর্বত্তরা।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিক আমরা অফিসার নিয়োগ করেছি কারা এ ঘটনা ঘটিয়েছে খুঁজে বের করতে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply