দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হলেন এস এম আল মামুন।
রবিবার (০৭ জানুয়ারি ২০২৪ ইং) রাতে ভোট গননা শেষে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম ফলাফল ঘোষনা করে বেসরকারিভাবে বিজয়ী ঘোষনা করেন নৌকার প্রার্থী সাবেক প্রয়াত আঃলীগের এমপি কাসেম মাস্টারের সুযোগ্য পুত্র জনাব এস এম আল মামুনকে।
সকাল থেকে ভোট কার্যক্রম শুরু হলেও শীতের কুয়াশাচ্ছন্ন পরিবেশে ধীরে ধীরে কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা, সকাল ৮টা থেকে শুরু হয়েছে এ ভোট গ্রহণ, একটানা বিকেল ৪টা নাগাদ এ ভোট গ্রহণ শেষ হয়।
নির্বাচনে আলহাজ এস এম আল মামুন নৌকা ১৪২৭০৮ ভোট, মোহাম্মদ দিদারুল কবির-লাঙ্গল ৪৮৮০ ভোট, মোঃ ইমরান ঈগল -৪৫০০ভোট,মোঃ মোজাম্মেল হোসেন চেয়ার-১৭২৩ভোট,খোকন চৌধুরী সোনালী আঁশ ৬৭১ ভোট,শহিদুল ইসলাম চৌধুরী ডাব-৩৪৫ ভোট,মোহাম্মদ আখতার হোসেন টেলিভিশন ২৩৪ ভোট পেয়েছেন।
ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৮৯৬ জন। পুরুষ ভোটার ২ লাখ ২৪ হাজার ৬৮৪ জন, নারী ভোটার ২ লাখ ২ হাজার ২১২ জন ভোটার। মোট ভোট কেন্দ্র ১২৪টি এবং বুথের সংখ্যা ৯৩৯টি। সবকটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত হওয়ার পর মামুন সাংবাদিকদের কে জানান,সীতাকুন্ডের উন্নয়নে আগামী পাঁচ বছর তিনি নিজেকে আত্মনিয়োগ করবেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply