মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বনাথের বাসিয়া নদীর বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নকরণ কার্যক্রম প্রসঙ্গে বিশ্বনাথ পৌরসভার প্রেসবিজ্ঞপ্তি। বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটে দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল ও র‌্যালি অনুষ্ঠিত ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে সীতাকুণ্ডে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিকদলের বিক্ষোভ মিছিল চন্দনাইশে শ্রীশ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমে বাসন্তী পূজা অনুষ্ঠিত বিশ্বনাথে সাংবাদিকদের নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে তিন সাংবাদিক সংগঠন বিশ্বের বিভিন্ন দেশে মাংসের দামের তুলনায় বাংলাদেশে এখনো মানুষের দাম বেশি! জমিসংক্রান্ত বিরোধের জেরে কক্সবাজারে সংঘর্ষে জামায়াতের ওয়ার্ড আমিরসহ নিহত ৩ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড শাখার ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত মালয়েশিয়ার (INTI) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়েছেন মোঃ জিয়া উদ্দিন নয়ন। লাউডোব ইউনিয়নে কালিকাবাটী গ্রামের ঘটনা কে কেন্দ্র করে সাবেক সেনা সদস্যের সাংবাদিক সন্মেলন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Newsdeshy@gmail.com/Mmdidar7@gmail.com মোবাইলঃ 01714430261/01720834962 WhatsApp & Imo:01878518066/00966509665820 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুনামগঞ্জ-জেলার ৫টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন যারা

  • আপডেট সময়ঃ সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৩১৫ ভিউ

মো.নিয়াজুল হক (সুনামগঞ্জ) নিজস্ব প্রতিনিধিঃ

সুনামগঞ্জ-১,সংসদীয় আসন, ধর্মপাশা ,মধ্যনগর,জামালগঞ্জ, তাহিরপুর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আয়ামীলীগ মনোনীত
রনজিত সরকার নৌকা প্রতীকে ১লক্ষ ৯৯৮ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন কেটলি প্রতীকে ৪৬ হাজার ৩৫২ ভোট পেয়েছেন। রনজিত নৌকা প্রতীকে ৫৬৬৪৬ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

সুনামগঞ্জ-২,সংসদীয় আসন, দিরাই ,শাল্লা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়া সেনগুপ্তা কাঁচি মার্কায় ৬৭হাজার ৭৭৫ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ (আলামিন চৌধুরী)নৌকা প্রতীকে ৫৮ হাজার ৬৭২ ভোট পেয়েছেন।স্বতন্ত্র প্রার্থী জয়া সেনগুপ্তা কাঁচি মার্কায় ৯ হাজার ১০৩ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

সুনামগঞ্জ-৩,সংসদীয় আসন, জগন্নাতপুর ,শান্তিগঞ্জ ,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আয়ামীলীগ মনোনীত প্রার্থী এম এ মান্নান নৌকা প্রতীকে ১লক্ষ ২৬ হাজার ৯৯৮ ভোট পেয়েছেন।এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শাহিনুর পাশা চৌধুরী সোনালী আঁশ প্রতীকে ৪ হাজার ভোট পেয়েছেন।
আয়ামীলীগ মনোনীত প্রার্থী এম এ মান্নান নৌকা প্রতীকে ১লক্ষ ২২ হাজার ৯৯৮ বিপুল ভোটের ব্যবধানে বেসরকারী ভাবে তিনি নির্বাচিত হয়েছেন।

সুনামগঞ্জ-৪,সংসদীয় আসন, সুনামগঞ্জ সদর ,বিশ্বম্ভরপুর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আয়ামীলীগ মনোনীত প্রার্থী ড.মোহাম্মদ সাদিক নৌকা প্রতীকে ৯০ হাজার ৫৯০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পীর ফজলুর রহমান মিসবাহ লাঙ্গল প্রতীকে ৩১হাজার ৭২১ ভোট পেয়েছেন। আয়ামীলীগ মনোনীত প্রার্থী ড.মোহাম্মদ সাদিক নৌকা প্রতীকে ৫৮ হাজার ৮৬৯ ভোট বেশি পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

সুনামগঞ্জ-৫,ছাতক,দোয়ারা বাজার আসন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক নৌকা প্রতীকে। ১লাখ ১৯ হাজার ৪০৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী ঈগল প্রতীকে পেয়েছেন ৯১হাজার ৫৮৮ ভোট। ২৭ হাজার ৮১৫ ভোট বেশি পেয়ে পঞ্চম বারের মতো বেসরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান মানিক। বিভিন্ন জলপনা কল্পনার মধ্যদিয়ে রোববার (৭জানুয়ারি ২০২৪) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলে।এ সময়ে কিছু জায়গায় বিচ্ছিন্ন গোলযোগ হয়েছে।ভিবিন্ন জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া-পালটা ধাওয়া হয়েছে। কারচুপি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বেশ কয়েকজন প্রার্থী।

এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হয়েছে ব্যালট পেপারে।

ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হয়েছে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে ২৬৬ জন প্রার্থী ছিল আওয়ামী লীগের। এ ছাড়া ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি।

এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলগুলো সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগে থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়।

এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় বিএনপি সমমনা দগুলো। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানিয়ে লিফলেট বিতরণ করে বিএনপি সহ সমমনা দলগুলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »