সুনামগঞ্জ-৫,ছাতক-দোয়ারাবাজার আসনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারী ভাবে মুহিবুর রহমান মানিক নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ১লাখ ১৯হাজার ৪০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী ঈগল প্রতীকে পেয়েছেন ৯১হাজার ৮৮৮ ভোট। ২৭ হাজার ৫১৫ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে পঞ্চম বারের মতো বেসরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান মানিক।
এ আসনে অন্যান্য ৭ প্রার্থীরা জামানত হারাতে বসেছেন।
প্রার্থী ও তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা হলো, গণ ফোরামের মনোনীত প্রার্থী আইয়ুব করম আলী উদীয়মান সূর্য্য প্রতীকে পেয়েছেন ৫৬৯ ভোট, বাংলাদেশ সূপ্রিমপার্টি একতারা প্রতীকের মনোনীত প্রার্থী আবু সালেহ পেয়েছেন ৩০৭ ভোট, জাতীয় পার্টি জেপির মনোনীত প্রার্থী এডভোকেট মনির উদ্দিন বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ২০৪ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী আজিজুল হক আম প্রতীকে ভোট পেয়েছেন ৩৬১ ভোট, বিএনএফ’র মনোনীত প্রার্থী আশরাফ হোসেন টেলিভিশন প্রতীকে পেয়েছেন ৫৯ ভোট, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এডভোকেট নাজমুল হুদা পেয়েছেন ৮২২ ভোট, কৃষক শ্রমিক জনতালীগের গামছা প্রতীকের মনোনীত প্রার্থী আবদুল জলিল পেয়েছেন ১৬৪।
বিভিন্ন জলপনা কল্পনার মধ্য দিয়ে রোববার (৭জানুয়ারি ২০২৪) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলে। এ সময়ে কিছু জায়গায় বিচ্ছিন্ন গোলযোগ হয়েছে।ভিবিন্ন জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া-পালটা ধাওয়া হয়েছে। কারচুপি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বেশ কয়েকজন প্রার্থী।
এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হয়েছে ব্যালট পেপারে।
ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হয়েছে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে ২৬৬ জন প্রার্থী ছিল আওয়ামী লীগের। এ ছাড়া ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি।
এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলগুলো সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগে থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়।
এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় বিএনপি সমমনা দগুলো। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানিয়ে লিফলেট বিতরণ করে বিএনপি সহ সমমনা দলগুলো।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply