শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে মানবাধিকার সংস্থ’র কমিটি পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত পাগল হাসান স্মরণে ছাতকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল স্মরণ উৎসব, আসছেন আসিফ আকবরসহ অর্ধশত কণ্ঠশিল্পী। চট্টগ্রাম সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো স্বামী! ভাটিয়ারী হাজী তোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক’র স্বেচ্ছায় অবসর: প্রতিপক্ষ’র অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে অপহৃত চবি’র ৫ শিক্ষার্থী তিন দিনেও উদ্বার হয়নি! সেনাবাহিনীর নেতৃত্বে সাঁড়াশি অভিযান চলছে। বিশ্বনাথে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারীদের আইনী লড়াই নামছে তিন সাংবাদিক সংগঠন সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ’র নবনির্বাচিত চট্টগ্রাম উত্তর জেলা ও সীতাকুণ্ড পৌরসভা কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান ১৯ এপ্রিল। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র থেমে নেই-মিজানুর রহমান চৌধুরী মিজান সীতাকুণ্ড আইডিয়াল স্কুলের বৈশাখী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন 
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Newsdeshy@gmail.com/Mmdidar7@gmail.com মোবাইলঃ 01714430261/01720834962 WhatsApp & Imo:01878518066/00966509665820 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ছাতকে ৪০ দিন জামাতের সাথে নামাজ আদায় কারী কিশোর-যুবকের মধ্যে পুরুস্কার বিতরনী ও মিলাদ-মাহফিল অনুষ্টিত।

  • আপডেট সময়ঃ শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৮৫ ভিউ

 ছাতক প্রতিনিধিঃ

টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ৬০ জন কিশোরকে নগদ টাকা পুরস্কৃত করা হয়েছে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউপির নুর এ মদিনা জামে মসজিদ কমিটি ও কিশোর ও যুব সমাজ। নিয়মিত নামাজ আদায়ের পুরস্কার হিসেবে এসব কিশোরদের প্রত্যেককে নগদ টাকা দিয়েছেন তারা। এমন অভিনব কর্মসূচি পালন করেছেন ছাতকে নুর এ মদিনা জামে মসজিদ আলমপুর গ্রামের কিশোর ও যুব সমাজ।শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতেই এই নগদ টাকা বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন কিশোর ও যুব সমাজ ও মসজিদ কর্তৃপক্ষ।

(গত ১৩ জানুয়ারি) শনিবার সকালে আলমপুর নুর এ মদিনা জামে মসজিদ প্রাঙ্গনে কিশোর ও যুব সমাজ দক্ষিন পাড়ার উদ্দ্যোগে পুরস্কার বিতরন অনুষ্টিত হয়েছে। আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাওলানা সামছুল ইসলামের সভাপতিত্বে মাওলানা তোফায়েল আহমদ মিনারের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, মওলানা আব্দুল গফ্ফার,সাইদুর রহমান,মাওলানা শফিকুর রহমান,সৈয়দ মাহফুজুর রহমান, শাহ মোহাম্মদ আব্দুল আহাদ.হাফিজ জামাল উদ্দিন যুক্তরাজ্য,গোবিন্দনগর ফজলিয়া আলীয়া মাদ্রাসার আরবী অধ্যাপক মাওলানা মইনুল হক মোমিন,এভভোকেট ওয়াকিব আলী,সাবেক মেম্বার আরশ আলী,শিক্ষক খলিলুর রহমান,রেজ্জাদ আহমদ, সাংবাদিক বদর উদ্দিন,ছাতক প্রেসক্লাবেব সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি,ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক অলিউর রহমান,
গত শনিবার সেই ৬০ কিশোরকে অনুষ্ঠানিকভাবে নগদ টাকা দিয়ে পুরস্কৃত করা হয়। এসব পুরস্কার হিসেবে নগদ টাকা হাতে পেয়ে মহা খুশি কিশোররা। নুর এ মদিনা জামে মসজিদ কমিটি ও কিশোর ও যুব সমাজ সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়ে নতুন বছরে ১ জানুয়ারি শেষ হয়। যেখানে ওই এলাকার ৬০ জন শিশু-কিশোর অংশ নেয়।

টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হয় ৬০ কিশোর। এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, তুরস্কের দেখাদেখি এমন প্রতিযোগিতার বিষয়ে ভাবনা হয় ছাতকে আলমপুর গ্রামে কিশোর ও
যুব সমাজ ও নুর এ মদিনা জামে মসজিদ কমিটির। কমিটি ও কিশোর ও যুব সমাজ এর উদ্যোগে শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। এমন আয়োজন যেন দেশের সব মসজিদেই হয় সে আশা ব্যক্ত করেছে বক্তারা। সভার শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সৈয়দ মাওলানা মাহফুজুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »