বাংলাদেশে নতুন নির্বাচনের আহ্বান জানিয়ে ৬ আন্তর্জাতিক সংগঠনের যৌথ বিবৃতি দিয়েছেন সেসব সংগঠনগুলো হলো-
১.এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল),
২.ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন (সিআইভিআইসিইউএস),
৩.ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ),
৪.এশিয়ান ডেমোক্রেসি নেটওয়ার্ক (এডিএন),
৫.ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রোজেক্ট (অস্ট্রেলিয়া),
৬.অ্যান্টি-ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক (এডিপিএএন)।
বিবৃতিতে উল্লেখ করেছেন বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন সুস্থ ও অংশগ্রহণমূলক হয়নি এতে ব্যাপক কারচুপি এবং এটি একটি একদলীয় নির্বাচন ছিলো এতে জনগন প্রতিনিধি নির্বাচন করার সুযোগ ছিলনা, তাই উক্ত সংগঠন গুলো আবারও সুস্থ ও অংশীদারিত্ব মূলক নির্বাচনের আহবান জানান।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply