চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে, ঘটনাটি সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর রোড এলাকায় অপর দিক থেকে আসা একটি ট্রাকের পিছনে ধাক্কা খেয়ে এই ঘটনা ঘটে।
বারআউলিয়া হাইওয়ে পুলিশ ওসি খোকন চন্দ্র ঘোষ জানায়,আজ সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রাকটি কুমিরা অতিক্রম কালে মহাসড়কে দাঁড়ানো অপর একটি ট্রাকের পিছনে ধাক্কা দিলে ট্রাকটির চালক শাহীন মোল্লা ঘটনাস্হলেই মৃত্যু ঘটে,সে মানিকগঞ্জ জেলা শিবালয় থানার নিহালপুর গ্রামের হারুন মোল্লার ছেলে।
অপরদিকে সীতাকুন্ড থানার সৈয়দপুর ইউনিয়নের বাকখালী গ্রামে নজরুল ইসলাম নামে এক কৃষক গাছ থেকে পড়ে মৃর্ত্যু হয়েছে,সে আজ সকাল ৮ টায় বাড়ীর আঙ্গীনায় গাছে উঠে ডাল কাটছিল,হঠাৎ অসাবধানতার বশত গাছ থেকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়,সে স্হানীয় কেনু মিয়ার ছেলে।
সীতাকুণ্ড স্বাস্হ্য প্রকল্পের ডাক্তার নুর উদ্দীন রাসেল জানায়,দুজনই হাসপাতালে আনার আগেই মারা গিয়েছে।