সুনামগঞ্জের ছাতকে মরহুম মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার গরিব অসহায় শীতার্ত মানুষের মধ্যে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার(১৭জানুয়ারি)দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে এক আলোচনা সভা ও কম্বল বিতরণী অনুষ্ঠিত হয়। প্রবীন মুরব্বি আলতাফুর রহমান সূফির সভাপতিত্বে ও মাস্টার নূরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক, কুঞ্চনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক হোসেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি খালেদ মিয়া, নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজ্জাদ আহমদ, আলমগীর কবির মেম্বার, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাজিদুর রহমান, মুহিবুর রহমান, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা প্রার্থনা রানী চক্রবর্তী, সবিতা রানী চন্দ্র ও স্বপ্না রানী চন্দ্র, সাব্বির আহমদ সুমন, ছালিকুর রহমান, বাবলু রহমান, ময়নুল ইসলাম, মিজান আহমদ, আবুল হাসনাত, মাজেদ আহমদ, নাঈমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে এলাকার গরিব অসহায় তিন শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।