সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের ভূঁইগাঁও পয়েন্ট হতে ফুলবাড়ী ভায়া সিকান্দারপুর রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
জানা যায় , শুক্রবার(১৯ জানুয়ারি ২০২৪)২ ঘটিকায় চুক্তি মূল্য ৭৭ লক্ষ ৫৭ হাজার ২৩৮ টাকা,৫০০-২৩০০মিটার মেরামতের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি সুনামগঞ্জ-৫ সংসদীয় আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
রাস্তার উন্নয়ন কাজ গুলো বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের স্থানীয় উপজেলা কার্যালয়।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুশাদাৎ মুহাম্মদ লাহিন, খুরমা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আবুবক্কর ছিদ্দিক,শামছুল ইসলাম, লন্ডন প্রবাসী শাহিনুর রহমান শিশু মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ছালিক মিয়া ,৫নং ওয়ার্ড মেম্বার আজিজুর রহমান ,সিকান্দার পুর তরুণ সমাজসেবক আশরাফ আলী ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ প্রমূখ উপস্থিত ছিলেন।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক বলেন, সারা দেশের মতো ছাতক,দোয়ারা কোন অংশে পিছিয়ে নেই। আমরা উপজেলার জনগুরুত্বপূর্ণ প্রতিটি কাঁচা রাস্তা পাকা করণের এবং বন্যা পরবর্তী ভেঙ্গে যাওয়া পাকা রাস্তা গুলো ও অসংখ্য নতুন কালবার্ট তৈরী ও মেরামতের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।