সীতাকুণ্ড পৌরসভার ঈদুলপুর গ্রামের মো.সালাউদ্দিন ও নুনাছড়ার ডালিয়া আক্তার প্রায় এক (০১) বছর আগে একে অপরকে ভালবেসে বিয়ে করেন।
বিগত প্রায় নয় (০৯) মাস যাবত তাদের দাম্পত্য জীবন ভালভাবেই কাটছিলো। কিন্তু ৩-৪ মাস থেকে তাঁদের দাম্পত্য জীবনে সংসারের যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে কলহ শুরু হয়। এমতাবস্থায় তাঁরা স্বামী-স্ত্রী দুজনই সংসার বিচ্ছেদের সিদ্ধান্ত গ্রহন করেন।
এহেন পরিস্থিতিতে মেয়ের অবিভাবকের পক্ষ থেকে, সীতাকুণ্ড আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের, সীতাকুণ্ড কমিটির সাথে এঘটনার একটা সমাধান চেয়ে মৌখিক আবেদন করা হলে, উক্ত মানবাধিকার সংস্থার সীতাকুণ্ড কমিটির ভাইস-চেয়ারম্যান মো. ফারুক হোসেনের নেতৃত্বে (০৫) সদস্য বিশিষ্ট একটি শালিসি কমিটি গঠন করা হয়।
এবং ঘটনার বিস্তারিত জেনে আজ শনিবার (২০ জানুয়ারি ২০২৪) ইং সন্ধা সাত (০৭) ঘটিকায় উভয় পক্ষের অবিভাবক ও সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি কার্যকর শালিসি বৈঠকের মাধ্যমে স্বামী-স্ত্রী দুজনকেই পুনরায় তাঁদের ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে তাঁদেরকে আবারও এক সাথে সংসার করার জন্য রাজি করানো হয়। এবং তাঁরা তাঁদের ভুল বুঝতে পেরে উভয়ই এক সাথে থাকার সিদ্ধান্ত গ্রহন করেন।
উক্ত শালিসি বৈঠকে উপস্থিত ছিলেন উভয় পক্ষের অবিভাবক ও উভয় সমাজের প্রতিনিধি এবং উক্ত মানবাধিকার সংস্থার ভাইস-চেয়ারম্যান মো. ফারুক হোসেন এবং উক্ত কমিটির রাশেদা আক্তার জেরিন, অতুনু, ওয়ালিদ, আাতাউল করিম সম্রাট প্রমূখ।