সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান কার্যকরী পরিষদের নির্বাহী সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২১ ডিসেম্বর ২০২৪ ইং) দুপুর ১টায় পৌরসদরস্হ প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সেক্রেটারী লিটন কুমার চৌধুরীর পরিচালনায় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য মোঃ সেকান্দর হোসাইনের বিরুদ্ধে ডাকাত ও মাদক ব্যবসায়ী মোঃ মিনার কর্তৃক মামলা দায়েরের প্রতিবাদে প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের প্রতিবাদ সভায় সকল সাংবাদিক তাদের বক্তৃতায় সাবেক সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় উপস্হিত ছিলেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, এম হেদায়েত উল্ল্যাহ, এম সেকান্দর হোসাইন, বর্তমান সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম সহ সকল সাংবাদিক।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply