গত (২৫ জানুয়ারি ২০২৪ ইং) রোজ বৃহস্পতিবার রাত আনুমানিক (১১) এগারো ঘটিকার সময় YAMAHA ব্রান্ডের R15-V3 ইন্দোনেশিয়ান মডেলের একটি মোটর সাইকেল চুরি হয়েছে।
যাহার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ল-৩০-৪৩৭০ যাহার ইঞ্জিন নং- G3J6E0267550, চেসিস নং-MH3RG4710LK142687, নীল রংয়ের মোটর সাইকেল, যাহার মূল্য আনুমানিক-৫,১০,০০০/- (পাঁচ লক্ষ দশ হাজার) টাকা।
উক্ত মোটরসাইকেল এর মালিক মোঃ নওশাদ বারী নব (২৩), পিতা- মোঃ মোখলেছুর রহমান, মাতা- মোছাঃ নারগিস ইয়াছমিন, স্থায়ী ঠিকানা- গ্রাম- পশ্চিম ছাট গোপালপুর, থানা- ভুরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রাম, বর্তমান ঠিকানা- বাসা নং-২৮০ (৫ম তলা), আর.কে ঠিকানা, আফরোজা বেগম রোড, ব্লক- এফ, বসুন্ধরা আবাসিক এলাকা।
এই চুরির ঘটনায় উক্ত মোটরসাইকেল এর মালিক নওশাদ বারী নব, (২৬ জানুয়ারি ২০২৪ ইং) বসুন্ধরা আবাসিক এলাকার ভাটারা থানা ডিএমপি ঢাকায়, একটি এজাহার দায়ের করেন। যাতে করে মোটরসাইকেলটি সহসায় খুঁজে পান।
প্রশাসন ছাড়াও যদি কোনো সহৃদয় ব্যক্তি উক্ত মোটর সাইকেলটির সন্ধান পেয়ে থাকেন, তবে প্রশাসনকে জানানোর ও মোটরসাইকেল এর মালিকের নিকট এই নাম্বারে-০১৭৮৬-৫০৪৪৫৩ কল দিয়ে মোটরসাইকেলটি পেতে সাহায্য করিলে সংবাদদাতাকে পুরস্কৃত করা হবে ও উক্ত মোটরসাইকেল এর মালিক চিরকৃতজ্ঞ থাকিবে।