সীতাকুণ্ড উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুরাইয়া বাঁকের’র নিজস্ব অর্থায়নে গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার বিকাল ৪টায় পৌরসদরস্হ জেলা পরিষদ (এলকে সিদ্দিকী স্কয়ার) পাবলিক লাইব্রেরীতে সামাজিক সাংস্কৃতিক সংগঠন দোলনের উদ্যােগে আয়োজিত শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা মহিলা আঃলীগের সভানেত্রী ও সামাজিক সংগঠন দোলনের প্রতিষ্ঠাতা সভানেত্রী ইসমত আরা সুরাইয়া বাঁকের’র সভাপতিত্বে ও নাজনীন আক্তার পান্নার পরিচালনায় উপস্হিত ছিলেন,পৌর কাউন্সিলর আনোয়ারা বেগম, রিজিয়া মেম্বার, সাংস্কৃতিক কর্মী মুন্নি সেন,আলিয়া বেগম ,সাইরা আমিন, সাদিয়া তাসফিয়া, রুমা আক্তার,প্রীতি প্রমূখ।
প্রধান অতিথি সুরাইয়া বাঁকের বলেন,আমাদের দেশেসহ অত্র অঞ্চলে অনেক অসহায় গরীব এই শৈত্য প্রবাহের মধ্যে চরম জীবণ যাপন করে।
তাই তাদের কথা চিন্তা করে আজকে আমাদের সামান্য সাধ্য মত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে।তিনি ধনবান সকলকে গরীবদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply