কাইয়ুম চৌধুরীঃ
সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা নায়ক সফি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
গত রবিবার বিকাল ৪টায় নামার বাজার পশ্চিম মহাদেবপুর খলিল স্টেডিয়ামে ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ফজলে এলাহী পায়েলের সভাপতিত্বে এবং কমিটির সদস্য সাইদুল ইসলাম আরাফাতের পরিচালনায় সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নায়েক (অবঃ) সফিউল আলম ফুটবল টুর্ণামেন্টের প্রধান অতিথি বর্তমান পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ আলহাজ্ব বদিউল আলম শুভ উদ্বোধন করে।
বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর যথাক্রমে ১নং ওয়ার্ড আনোয়ার হোসেন ভুইয়া,৩নং শামছুল আলম আজাদ,৫নং ওয়ার্ড শফিউল আলম চৌধুরী মুরাদ,৬নং ওয়ার্ড দিদারুল আলম এপোলো,৯নং ওয়ার্ড শাহ কামাল চৌধুরী,ছাত্রলীগ নেতা জাবের আল মাহমুদ, জামসেদ খান ও মেহেদী হাসান সিফাত। আজকের খেলায় ৯নং ওয়ার্ড শিবপুর ৩নং ওয়ার্ড সোবাহানবাগকে ৪গোলে পরাজিত করে বিজয়া হন। শতরঙ ম্যাচ সেরা নির্বাচিত হন ৯নং ওয়ার্ডের আজম।