কাইয়ুম চৌধুরীঃ
সীতাকুণ্ড ক্লাবের সদস্য সাংবাদিকদের জীবণমান উন্নয়নের জন্য যা যা করা দরকার তা করবেন বলে প্রেসক্লাবের উদ্যােগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্হানীয সাংসদ আলহাজ্ব এস এম আল মামুন বলেছেন।
গতকাল শনিবার রাত ৮টায় সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত প্রেসক্লাবের সভাপতি সুব্রত চক্রবর্তী সৌমিত্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন,চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সাংসদ আলহাজ্ব এস এম আল মামুন।আরো বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মো.ফোরকান আবু,এম হেদায়েত, এম সেকান্দর হোসাইন,চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ভবতোষ নাথ,উপজেলা আ’ লীগের সাংগঠনিক সম্পাদক আবেদীন আল মামুন,চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহানসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
সংবর্ধিত আল মামুন বলেন,সাংবাদিকরা হলেন জাতির দর্পন। তাঁরা যেমন মানুষের সফলতার গল্প তুলে ধরেন,তেমনি তুলে ধরেন সমাজের সকল অনিয়ম,সমস্যা ও সম্ভাবনার কথা। আমার একটাই প্রত্যাশা বিগত দিনে সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে আমার উন্নয়ন কর্মকান্ডের চিত্র যেভাবে সকলের সামনে তুলে ধরেছেন তাঁর ধাবাবাহিকতা আগামীতেও অব্যাহত রাখবেন।তাছাড়া সদস্য সাংবাদিকদের জীবণমান উন্নয়নের জন্য যা যা করা দরকার তা আমি করবো।
তিনি আরো বলেন,অত্র অঞ্চলের রাজনীতিতে আমাদের মধ্যে সামনে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা ছিল। তবে আমরা কখনো প্রতিহিংসার রাজনীতি করিনি। রাজনীতির মাঠে আমাদের পরস্পরের প্রতি ছিল মমতা ও গভীর শ্রদ্ধাবোধ প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে ছিলাম বলেই প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক তুলে দিয়ে সীতাকুণ্ড আসনের মানুষের সেবা করার সুযোগ করে দেন।