মো.শাহরিয়ার সুমনঃ
চট্টগ্রাম মহানগরীর পরিবহনে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে র্যাব। গ্রেফতার করা হয়েছে পরিবহন থেকে অবৈধভাবে প্রকাশ্যে চাঁদা আদায়ে জড়িত ৩০ ব্যক্তিকে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পাঁচটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-৭।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম সন্ধ্যায় নগরীর চাঁন্দগাঁওস্থ র্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিং-এ জানান, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ব্যস্ততম স্টেশনে একাধিক সংঘবদ্ধ সিন্ডিকেট বাস, ট্রাক, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থেকে গণহারে চাঁদাবাজি করে আসছিল। এর মধ্যে শুধু কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে চাঁদাবাজ সিন্ডিকেট মাসে ৪০ লাখ টাকা চাঁদাবাজি করে।
র্যাব কর্মকর্তা জানান, চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় সিএনজি চালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। বালুরটাল এলাকা থেকে ধরা হয় ৪ জনকে। পাহাড়তলী থানার হোটেল মেরিন সিটির সামনে মিনিবাস থেকে চাঁদা নেওয়ার সময় ৪ জনকে, আকবর শাহ এবং এ কে খান মোড় থেকে ৩ জন এবং বায়েজিদ থানার অক্সিজেন মোড়ে যানবাহনে চাদাঁ আদায়কালে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে ১০ জনের বিরুদ্ধে হত্যা, দস্যুতা, লুণ্ঠন, চাঁদাবাজি, চুরি, ডাকাতিসহ অসংখ্য মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।