কাইয়ুম চৌধুরীঃ
জগন্নাথপুরে শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশন-এর উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর শাহ বাড়ির বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী মোঃ রুয়েলুল হক রুয়েল এবং তার ভাইদের অর্থায়নে তাদের মরহুম পিতার নামে শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশন গঠন করেন। এই ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বারের মতো (৮ফেব্রুয়ারী) বৃহস্পতিবার দিনব্যাপী হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার অধ্যক্ষ ও শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশন'র সদস্য সচিব মাওলানা মোঃ আব্দুল হাকীম-এর তত্ত্বাবধানে কেরাত, হামদ/নাত ও হিফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে কেরাত, হামদ ও নাত প্রতিযোগিতায় ক এবং খ গ্রুপে হলিয়ারপাড়া জামেয়া ক্বাদেরিয়া ফাযিল মাদ্রাসা,সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাযিল মাদ্রাসা,আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনষ্টিটিউট, রসুলগঞ্জ জামেয়া কোরআনিয়া আলিম মাদ্রাসা,
চিলাউড়া রসুলপুর দাখিল মাদ্রাসা, কুবাজপুর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, শাহজালাল জামেয়া দ্বীনিয়া দাখিল মাদ্রাসা,পূর্ববুধরাইল আটঘর আউদত, দাখিল মাদ্রাসা, চিলাউড়া দারুসসুন্নাহ আলিম মাদ্রাসা, হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) দাখিল মাদ্রাসা, বালিকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা , পীরেরগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা, জয়দা আরাবিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসা, রসুলপুর বনগাঁও ইসলামীয়া দাখিল মাদ্রাসা, চরা জামেয়া দাখিল মাদ্রাসা, কামড়াখাই জয়নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা,জগদীশপুর হাফিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, হযরত মা ফাতেমা (রাঃ) দাখিল মাদ্রাসা, ইকড়ছই জামেয়া কোরআনিয়া আলিম মাদ্রাসা, পাঠকুড়া হাফিজিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা,বাউধরন সুন্নিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।
হামদ/নাত হিফজ শাখা প্রতিযোগিতায় দক্ষিন হবিবপুর সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা, সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাযিল মাদ্রাসা হিফজ শাখা, আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনষ্টিটিউট হিফজ শাখা, রসুলগঞ্জ জামেয়া কোরআনিয়া আলিম মাদ্রাসা হিফজ শাখা, চিলাউড়া দারুসসুন্নাহ আলিম মাদ্রাসা হিফজ শাখা, ইসলামপুর হাফিজিয়া মাহমুদিয়া ফোরকানিয়া মাদ্রাসা, শাহজালাল দারুল কোরআন নজীপুর, সিরামসি হাফিজিয়া মাদ্রাসা, বালিকান্দি ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা, সাঙ্গিয়ারগাঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসা, ইকড়ছই জামেয়া আলিম মাদরাসা হিফজ শাখা,
রিয়াছত উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা, হাজী রফিকুল্লাহ ও বেগম হাজেরা হিফজুল কোরআন মাদ্রাসা এতিমখানা, রৌয়াইল দারুসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা, পাঠকুড়া হাফিজিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, মাখরকোনা হাফিজিয়া মাদরাসা, পীরেরগাও সুন্নিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, দোস্তপুর সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা, হযরত মা ফাতেমা (রা:) দাখিল মাদরাসা, কামারখাল লতিফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদরাসার কোরআনে হাফেজগণ অংশ নেন। এছাড়াও ক্বেরাত তাকমীলে ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নেয়।
আলোচনা সভা শেষে মাদরাসার ডিজিটাল হাজিরার উদ্বোধন করেন ধর্ম মন্ত্রণালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি।
প্রতিযোগিতা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ- কানাইঘাট আসনের সংসদ সদস্য হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
হবিবপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী শিক্ষাবিদ আলহাজ্ব নজরুল ইসলাম হীরার সভাপতিত্বে ও হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসার শিক্ষক মাওলানা এটিএম সাকের-এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ও শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশন”র সদস্য সচিব মাওলানা মোঃ আব্দুল হাকীম।
আলোচনা সভায় বক্তারা শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মোঃ রুয়েলুল হক রুয়েল সহ ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। ভবিষ্যতেও ফাউন্ডেশনটি দ্বীনি শিক্ষায় অগ্রনী ভুমিকা পালন করবে।
এসময় হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আবিবুল বারী আয়হান, সহ- সভাপতি মোহাম্মদ শিহাব উদ্দিন চৌধুরী রেহান, সদস্য রাসেল রহমান, সদস্য জিল্লুর রহমান, সদস্য মাশ্বাদুল হক চৌধুরী, শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক হাজি শাহ মুক্তার আলী, মুফতি মাওলানা গিয়াস উদ্দিন, প্রভাষক আব্দুল করিম ফারুকী, যুক্তরাজ্য প্রবাসী আকিকুর রহমান, এম এ কাদির, অধ্যক্ষ তাজুল ইসলাম আলফাজ, মো: ফিরোজ মিয়া, মো: দিলু মিয়া, সাবেক পৌর কাউন্সিলর দিলোয়ার হোসাইনসহ মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্বেরাত প্রতিযোগিতায় ক গ্রুপে ১ম স্থান অর্জন করেন পূর্ব বুধরাইল আটঘর আউদত দাখিল মাদরাসার ছাত্রী শেখ ফাহমিদা বেগম, ২য় স্থান অর্জন করেন হযরত মা ফাতেমা ( রা:) দাখিল মাদরাসার ছাত্র মো: আরিফ হাসান, ৩য় স্থান অর্জন করেন রসুলগন্জ জামেয়া কোরআনিয়া আলিম মাদরাসার ছাত্র হৃদয় মিয়া।
খ গ্রুপে ১ম স্থান অর্জন করেন হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসার ছাত্র মোঃ মোজাহিদুল ইসলাম,
২য় স্থান অর্জন করেন বালিকান্দি ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্র মোঃ রিমন হোসেন, ৩য় স্থান অর্জন করেন হযরত মা ফাতেমা ( রা:) দাখিল মাদরাসার ছাত্র মোঃ সাব্বির আহমদ।
হামদ/নাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্রী সুমাইয়া বেগম, ২য় স্থান অর্জন করেন সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার ছাত্র মোঃ অমর আলী, ৩য় স্থান অর্জন করেন কুবাজপুর শাহজালাল ( র:) দাখিল মাদরাসার ছাত্রী মোছাঃআফসানা বেগম।
খ গ্রুপে ১ম স্থান অর্জন করেন চিলাউড়া রসুলপুর দাখিল মাদরাসার ছাত্রী মরিয়ম সুলতানা নুরী, ২য় স্থান অর্জন করেন হযরত আবু বকর সিদ্দিক ( রা:) দাখিল মাদরাস