নিজস্ব প্রতিনিধিঃ
ওপার থেকে আসা গুলি পড়ছে কক্সবাজারের টেকনাফ সীমান্তের বাড়িঘরে। আজ শনিবার সকাল ০৮:০০ ঘটিকায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় গুলি-মর্টার শেলের আওয়াজে ঘুম ভেঙেছে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তের মানুষের।
ভোরে মিয়ানমারের কুমিরখালী সীমান্তচৌকির কাছে গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটে। এপারের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল ও উনচিপ্রাং এলাকার বিভিন্ন বাসাবাড়িতে গুলি এসে পড়েছে।
উনচিপ্রাং এলাকার বাসিন্দা মাহমুদুল করিম আমাদের প্রতিনিধিকে বলেন, আজ ভোর পাঁচটা থেকে সীমান্তের ওপারে গোলাগুলি শুরু হয়। কিছুক্ষণ পরপর মর্টার শেলের ভারী বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এ সময় কেঁপে ওঠে এপারের বসতবাড়ি। আজ সকালে কয়েকটি বাড়ির উঠানে গুলি পাওয়া গেছে। তবে কেউ হতাহত হয়নি।