বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে বন বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচের উদ্যাগে পরিস্কার, পরিচ্ছন ও পরিবেশ সচেতনতা মূলক অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৯ ফেব্রুয়ারি ২০২৪ ইং) বেলা ১১ টার দিকে উপজেলার দেশের দ্বিতীয় কৃত্তিম লেক মহামায়া ইকো পার্কে এ পরিস্কারের কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত পরিস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়সার, ব্যবস্থাপনা ও পরিকল্পনা কর্মকর্তা কাজল তালুকদার, কুমিল্লা বন বিভাগের বন কর্মকর্তা জি এম কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগের প্রধান সুকান্ত রায়, এটিএন বাংলার চট্টগ্রামের ডেপুটি ইনচার্জ মনজুর কাদের মনজু, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল আফসার চৌধুরী,মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেন শাহ নওশাদ সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচ ও বন বিভাগ কর্মকর্তার উপস্থিত ছিলেন।
এসময় তারা পার্ক পরিস্কার করে পার্কের পরিবেশ রক্ষায় যথাস্থানে ময়লা আবর্জনা ফেলার জন্য সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply