মো.শাহরিয়ার সুমনঃ
চট্টগ্রামে অটোরিকশা অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন রেজিস্টার নাম্বার ১৪৪১ এর আওতায় টেম্পু মাহিন্দ্রা ও মেক্সিমা গাড়িগুলো পরিচালিত করে আসতেছে, হঠাৎ করে কাপ্তাই রাস্তা মাথা সিএনজি শ্রমিক সমিতি কথিত চাঁদাবাজ হোসেনের নেতৃত্বে প্রকাশ্য গাড়ি থেকে চাঁদা নেওয়ার প্রমাণ পাওয়া গেছে!
পরিবহন শ্রমিকরা চাঁদা না দিলে প্রকাশ্য মারধর ও হুমকি-ধামকি দিয়ে আসতেছে হোসেন বাহিনীর লোকজন! এই অবস্থায় প্রতিবাদ জানাই চট্টগ্রাম অটো রিক্সা ও অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল। তিনি বলেন , আমারা গরিব , পরিবহন শ্রমিক ভাইদের প্রতিদিন গড়ে একটি গাড়ি থেকে ৭০ থেকে ৮০ টাকা করে চাঁদা নিচ্ছে, যার পরিমাণ আশি থেকে নব্বুই হাজার টাকা উত্তোলন করে কথিত হোসেন বাহিনী! গরিবের রক্ত চুষে যারা খায় এসব চাাঁদাবাজি করছে, বাংলার মাটিতে তাদের বিচার করা দরকার। এখন থেকে যদি কোন চাঁদা নেই আগামীকাল থেকে মানববন্ধন ও কঠোর কর্মসূচিতে আমরা যাব, অবিলম্বে হোসেন বাহিনিসহ ও হোসেনকে গ্রেফতার করে চাঁদাবাজ মুক্ত নগর করতে হবে। টেম্পু শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোঃ মামুন বলেন, দেশের দ্রব্যমূল্য যেমন বৃদ্ধি পেয়েছে তেমন জ্বালানি তেলের দামও বৃদ্ধি পেয়েছে, পরিবহনের ভাড়া কেন বৃদ্ধি করা হয়নি?
এরপরও কিছু অসাধু চাঁদাবাজ পরিবহন সেক্টর থেকে প্রতিনিয়ত চাঁদা কালেকশন করে রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে, এবং গরিবকে রক্ত চুষে খাচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
এবং চাঁদাবাজ হোসেন ও তার বাহিনীকে অবলম্বনে গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাই।
শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক শাহাবুদ্দিন সাইফু বলেন এ ধরনের চাঁদাবাজির সাথে যারা জড়িত অবলম্বনে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করা দরকার ।