কাইয়ুম চৌধুরীঃ
ফেব্রুয়ারি নর্থ বেঙ্গল কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি ৮ম তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা/ উপজেলার ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
রোববার ,১১ ফেব্রুয়ারি ২০২৪ বায়েজিদ থানাধীন স্কুলের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়।
রিডার্স স্কুল এন্ড কলেজে'র (অক্সিজেন শাখা) মাঠে প্রতিযোগিতায় মঈনুদ্দীন কাদের লাভলু 'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. নজরুল ইসলাম খান, উদ্বোধক ছিলেন মো রফিকুল ইসলাম মল্লিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোঃ শফিকুর রহমান, মোস্তফা রেজাউল মনির, অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন রিডার্স স্কুল এন্ড কলেজের( অক্সিজেন শাখা) প্রিন্সিপাল আব্দুল্লাহ ওমর ফারুক, পরিচালনায় মোঃ জুয়েল স্যার প্রমুখ।