মো.নিয়াজুল হকঃ
(১২ ফেব্রুয়ারী ২০২৪) সোমবার পূর্ব নির্ধারিত সফরসূচী অনুযায়ী সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম মহোদয় সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স বার্ষিক পরিদর্শন করেন।
সকাল সাড়ে ১০টায় সিলেট ডিআইজি মহোদয় পরিদর্শন উপলক্ষ্যে জেলা পুলিশ লাইন্সে পৌছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্। বার্ষিক পরিদর্শনের অংশ হিসাবে জেলা পুলিশ লাইন্স মাঠে সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের উপস্থিতিতে প্যারেড অনুষ্ঠিত হয়।
ডিআইজি মহোদয় বার্ষিক প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম ও অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। এরপর তিনি সুনামগঞ্জ জেলার অস্ত্রাগার, পোষাক ভান্ডার, ডি-স্টোর, পুলিশ হাসপাতাল, মটরযান শাখা, রেশন স্টোর, পুলিশ ব্যারাক ও মেসসহ রিজার্ভ অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব নিকুলিন চাকমা, কমান্ড্যান্ট(পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সুনামগঞ্জ, জনাব আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সুনামগঞ্জ জেলা,জনাব রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), সুনামগঞ্জ জেলা, জনাব জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) , সুনামগঞ্জ জেলা,জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সুনামগঞ্জ জেলা, জনাব বায়েজিদ বিন মনসুর, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব রণজয় চন্দ্র মল্লিক, সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল), সুনামগঞ্জ জেলা,জনাব মোঃ নাসিম উদ্দিন, সহকারি পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল), সুনামগঞ্জ জেলাসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।