বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর দুদুমিয়া ঘোনায় সুলতান নগর জামে মসজিদ নির্মাণ কাজ শুরু হয়েছে। আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বশীলরা।
জানা যায়, ইসলামপুরের পাহাড়ী এলাকা পূর্ব নাপিতখালীর দুদুমিয়া ঘোনার সুলতান নগর জামে মসজিদটি প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে।
এটি জরাজীর্ণ হওয়ায় পুরাতন মসজিদটি ভেঙে নতুন রূপে গড়ার উদ্যোগ নেন মসজিদ কমিটি।
সে লক্ষে ১৬ ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল থেকে মসজিদ নির্মাণের কার্যক্রম শুরু হয়। পুরাতন মসজিদটি ভেঙে ফেলার কারনে নামাজ পড়তে গিয়ে মুসল্লিদের নানাভাবে অসুবিধা সৃষ্টি হচ্ছে।
বর্তমানে খোলা আকাশের নিচে কষ্টের বিনিময়ে নামাজ আদায় করছেন মুসল্লী সমাজ। এমনকি এই মসজিদে মুসল্লী সংখ্যা তিন শতাধিকেরও বেশি রয়েছে। আজ সকালে নির্মাণ কার্যক্রম পরিদর্শনে গেলে শ্রমিকদের কাজ করার দৃশ্য চোখে পড়েন।
মসজিদ কমিটির সভাপতি মোতাহের হোসেন তামিম জানান, দুদুমিয়া ঘোনার সুলতান নগর জামে মসজিদ পুরাতনটি ভেঙে নতুন ভাবে করার উদ্যোগ নিয়েছি। নতুন করনের লক্ষে আর্থিক সহযোগিতা প্রদানের আহ্বান জানাচ্ছি।
কমিটির সহ সাধারণ সম্পাদক আবদুল খালেক জানান, নতুন ভাবে আমাদর জামে মসজিদ নির্মাণের কাজ চলমান রয়েছে। আর্থিক দুর্বলতার কারণে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করছি। যার বিকাশ নাম্বার- ০১৮৩৬-৩৯০৮৩৮ (বাবু)।