সুনামগঞ্জ ,ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদের গাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলীর পুত্র ঐতিহ্যবাহী সুহিতপুর গ্রামের তরুণ সমাজ সেবক,দালাল এবং জুলুমকারীদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, ছাত্রলীগের নব্বই দশকে ছাতক উপজেলা ছাত্রলীগ যাঁর নেতৃত্বে সু সংগঠিত হয় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য, ছাতক উপজেলা আওয়ামীলীগের উদীয়মান তরুণ সংগঠক ছাতক - দোয়ারা'র গণমানুষের নেতা জনাব মুহিবুর রহমান মানিক এম.পি মহোদয়ের বিশ্বস্ত কর্মী রফিকুল ইসলাম কিরন ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানালেন।
আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, দীর্ঘদিন ধরে জনগনের কল্যাণে কাজ করে যাচ্ছি। জন সেবা আমার ইবাদত মনে করি। শরিরের শেষ রক্তবিন্দু থাকতে জনসেবা করে যাব। আমি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই,
হাতে হাতে বসন্তে ফোটা ফুলের স্তবক, কণ্ঠে নিয়ে চির অম্লান সেই গান -
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি’ বাংলা মায়ের বীর সন্তানেরা মাতৃভাষার সম্মান রক্ষার্থে আজ থেকে ৬৯ বছর আগে ১৯৫২ সালের এই দিনে বুকের তাজা রক্তে রঞ্জিত করেছিলেন ঢাকার রাজপথ।
পৃথিবীর ইতিহাসে সৃষ্টি হয়েছিল মাতৃভাষার জন্য আত্মদানের অভূতপূর্ব নজির।
আর এই শহিদদের আত্নত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সবাই কাধে কাধ মিলিয়ে একে অন্যের দুঃখ কষ্ট ভাগাভাগি করে দেশটাকে গড়ে তুলি। আর মানুষের প্রতি হই শ্রদ্ধাশীল। তবেই স্বপ্নটাকে সত্যি করে তুলতে পারবো ইনশাআল্লাহ।
তিনি আজকের স্বদেশকে জানান, আগামী ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করবো। আগামী নির্বাচনে ছাতক উপজেলা বাসীর সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে, আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে সুযোগ দিলে গরীব অসহায় এবং সকল মানুষের বিপদে আপদে পাশে থাকবো।
নির্বিশেষে সকলের কাছে দোয়া চাই। আমি জনগণের সাথে সর্বক্ষণ আছি এবং থাকবো ইনশাআল্লাহ।