বিশেষ প্রতিনিধিঃ
জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা দুই হাতবিহীন অসহায় এসএসসি পরীক্ষার্থী সিয়ামের পাশে দাঁড়ালেন এবং তাদের সাথে দেখা করেন সরিষাবাড়ি থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান। তিনি জানতে পারেন,
জন্মের পর থেকে দুই হাত নেই সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া গ্রামের দিনমজুর জিন্নাহ মিয়ার ছেলে সিয়াম মিয়ার (১৬)। ছোটবেলা থেকে পা দিয়ে লিখে নিজের পড়াশোনা এগিয়ে নিয়েছে। অভাবের সংসারে চতুর্থ শ্রেণিতে থাকতে একবার পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। তবু দমে যায়নি সিয়াম। অদম্য ইচ্ছাশক্তির ফলে আবার ঘুরে দাঁড়িয়েছে। দুই হাতর ছাড়াই পা দিয়ে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সিয়াম। এ খবর শুনে মানবিক অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুশফিকুর রহমান ১৭ ফেব্রুয়ারী ( শনিবার) সিয়ামের বাড়িতে গিয়ে সিয়াম সহ তার বাবা-মায়ের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় সিয়ামের বাবা-মা কে সিয়ামের পড়াশোনা চালাতে সার্বাত্মক সহযোগীতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এতে সিয়াম ও তার পরিবার উৎসাহ এবং আনন্দিত হয় এবং মানবিক পুলিশ অফিসার( ওসি) মুশফিকুর রহমান প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply