বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের ডাটাবেইজ তৈরির কাজ করছে। যাতে সাংবাদিকদের বেতন-ভাতাদিসহ নানা সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হলুদ সাংবাদিকতা প্রতিরোধ করা সম্ভব হয়। খুব দ্রুত এর কাজ শেষ হবে বলে তিনি জানান।
সোমবার শেরপুর জেলা সার্কিট হাউজ মিলনায়তনে এক কর্মশালায় এসব কথা বলেন।
শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লাহ সুমন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার।
কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশ নেয়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply