বিশেষ প্রতিনিধিঃ
নাটোরে সমকামী দুই স্কুল ছাত্রীর বিয়ের খবরে চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ ওই দুই ছাত্রীকে তাদের হেফাজতে নিয়েছে। শুক্রবার রাতে নাটোর সদর উপজেলার একডালা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, গতকাল সন্ধ্যার পর স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন সিলেট থেকে এক মাদরাসা ছাত্রী একডালা এলাকার এক স্কুল ছাত্রীর বাড়ীতে আসে বিয়ে করার জন্য। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে ঘটনার সত্যতা পেয়ে ওই দুই ছাত্রীকে পুলিশ হেফাজতে রেখে তাদের অভিভাবকদের ডাকা হয়েছে। অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় দেয়া হবে।
ওসি আর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, প্রায় সাত মাস আগে ফেসবুকের মাধ্যমে তাদের দুজনার পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের প্রেম ভালবাসার কারনে একে অপরকে বিয়ের সিদ্ধান্ত নিলে সিলেটের ওই মাদরাসা ছাত্রী বিয়ে করার উদ্দেশ্যে নাটোর আসে।
পুলিশের হেফাজতে নেয়া এক ছাত্রী জানায়, ফেসবুকে তাদের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা হয়। পরে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
এবিষয়ে জানতে পরিবারের কারো সাথে যোগাযোগ করা যায়নি।