মো. শাহরিয়ার সুমনঃ
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন অনন্যা আবাসিক এলাকার একটি সড়কের ওপর থেকে শাওন বড়ুয়া (২৫) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। কে বা কারা ছুরিকাঘাতে ওই ছাত্রকে খুন করেছে তা এখনো জানা যায়নি।
নিহত শাওন বড়ুয়া ওমরগণি এমইএস কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন বাজালিয়া এলাকার শীলঘাটা গ্রামের টিপু বড়ুয়ার ছেলে শাওন বড়ুয়া।
চান্দগাঁও থানার এসি আরিফ বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে শাওন নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে এটি খুন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা তদন্ত করছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দায়ের করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। চানগাও থানা ওসি তদন্ত ছাবেদ আলী বলেন, খুনের সাথে যে জড়িত হোক না কেন অবশ্যই তাকে আইন আওতায় আনা হবে গ্রেফতার করা হবে ।