মোঃ শাহরিয়ার সুমনঃ
চট্টগ্রামে বৈধ স্বামী সংসারের অধিকারের দাবিতে ফারজানা ইয়াসমিন নামে একজন নারী এক সপ্তাহ যাবত অনশন করছেন বলে জানা যায়, কিন্তু কুলাঙ্গার মুর্তজা সিদ্দিকির বাড়ির গেইটে মৃত্যুর ঝুঁকি নিয়ে অনশন করে গেলেও এখনো পর্যন্ত এর কোন সূরাহা না হওয়ায় মানবাধিকার সংগঠন গুলোর পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে।
শ্বশুর মতৃর্জা সিদ্দিকীসহ জড়িতদের গ্রেফতারের দাবিতে ২৯ ফেব্রুয়ারি সকাল ১১টায় কর্মসুচির দ্বিতীয় দিনে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম মহানগর, উত্তর-দক্ষিণের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মুখে আইএইচআরসি বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম.এ.হাশেম রাজু’র সভাপতিত্বে চট্টগ্রাম মহানগরের সমন্বয়ক নুরুল আবছার তৌহিদ ও উত্তর জেলার সদস্যসচিব মোহাম্মদ আওরঙ্গজেব খান সম্রাট এর যৌথ সঞ্চালনায় আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান গবেষক, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো: ইদ্রিস আলী।
তিনি বলেন, শ্বশুর কর্তৃক ফারজানা ইয়াসমিন নির্মম নির্যাতনের শিকার হওয়া স্বত্ত্বেও দেশে নারী সংগঠনসহ সুশীল সমাজ আজ নীরব ভূমিকা পালন করছে।
যা জাতির জন্য বড়ই দুর্ভাগ্য। দুই লক্ষ মা-বোনের সম্ভ্রম হানি ও ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি এই রকম নির্মম ঘটনা দেখার জন্য নয়।
তিনি আরও বলেন, বর্তমানে আধুনিক এই সমাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করা কোনক্রমেই মেনে নেওয়া যায় না। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই ঘৃণ্য নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা দরকার।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, গণ অধিকার ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ আব্দুল মাবুদ, আইএইচআরসি চট্টগ্রাম বিভাগের কো-অর্ডিনেটর মোহাম্মদ আমির হোসেন খান, এফবিসিসিআই-র পরিচালক মাহবুব রানা, আইএইচআরসি’র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিভাগের সদস্যসচিব এস এম কামরুল ইসলাম, উত্তর জেলার আহ্বায়ক সৈয়দ মোস্তফা আলম মাসুম, বিএলএফ-এর চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আবু আহমদ মিয়া, আইএইচআরসি দক্ষিন জেলা যুগ্ম সমন্বয়ক জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, আইএইচআরসি মহানগর সংগঠক আব্দুল আহাদ রিপন, তাহেরা মহরম, শারমিন সরকার, হেলাল উদ্দিন, মহিউদ্দিন বাবলু, ইমাম হোসেন, মোশাররফ হোসেন মাসুদ, সাংবাদিক শহীদুল ইসলাম, সাংবাদিক হেলাল, মো. জসিম উদ্দিন, মো. জুয়েল, খোরশিদ আলম প্রমুখ।
সভাপতির বক্তব্যে এম. এ. হাশেম রাজু বলেন, বৈধ স্বামী সংসারের অধিকারের দাবিতে ফারজানা ইয়াসমিন এক সপ্তাহ যাবত কুলাঙ্গার মুর্তজা সিদ্দিকির বাড়ির গেইটে মৃত্যুর ঝুঁকি নিয়ে অনশন করে যাচ্ছে। এখনও প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে কুলাঙ্গার মুর্তজা সিদ্দিকির পক্ষে অবস্থান নিয়েছেন।একজন নারীর সাংবিধানিক অধিকার খর্ব করা সুষ্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন।
আইএইচআরসি নিপীড়িত ও অধিকার বঞ্চিত নারীদের পাশে সবসময় দাঁড়াবে ও অধিকার আদায়ে সবাইকে সর্বাত্মক সহযোগিতা করবে।
এরই সাথে সাথে নির্যাতনকারী শ্বশুরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ফারজানা ইয়াসমিনকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে না নিলে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply