নিজস্ব প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৪র্থ সাধারণ সভা গত ২ মার্চ ঢাকা জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে অনুষ্ঠিত হয়।
সভায় বঙ্গবন্ধু সৈনিক লীগের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১১ এর ক ও খ ধারা মোতাবেক চট্টগ্রাম মহানগর কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মো: কামাল উদ্দিনকে আহ্বায়ক ও মোহাম্মদ ফোরকানকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি হয়।
সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু সৈনিক লীগ সংগঠনের প্রতিষ্ঠাতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমানের ত্যাগের দীক্ষা অনুসরণ করে সংগঠনের সভাপতি আলহাজ্ব হারুন-উর-রশিদ সিআইপি ও সংগ্রামী সাধারণ সম্পাদক তামজীদ বিন রহমান তূর্যের নেতৃত্বে নতুন চট্টগ্রাম মহানগর কমিটি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। তাদের নেতৃত্বে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মান সহজ হয়ে ওঠবে।