বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে আয়োজন করেছেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষযক কর্মকর্তা কার্যালয়।
এতে মহিলা কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ, আনন্দ ও সিপ এনজিও কর্মকর্তা কুষিবিদ এম এ আব্দুস কুদ্দুস প্রমুখ।
আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হলো-”নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ”।
এই উপলক্ষে আনন্দ ও সিপ গার্লস এন্ড ওমেন সেন্টার এর উদ্যোগে সৈয়দপুর পূর্ব বাকখালী গ্রামে রচনা প্রতিযোগীতা,পিলু পাসিং প্রতিযোগিতা,মিউজিক্যাল চেয়ার,কুইজ,আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।অনুষ্ঠানে সুলতানা ইয়াসমিন সভাপতি, আনন্দ ও সিপ গার্লস এন্ড ওমেন সেন্টার এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন এইচ এম তাজুল ইসলাম নিজামী, চেয়ারম্যান, ০১ নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদ।
মোঃ হাসানুজ্জামান, ট্রেনিং অফিসার, আনন্দ এনজিও, সীতাকুন্ড, চট্টগ্রাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাহাব উদ্দিন, ইপি মেম্বার, ০১ নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদ।
রচনা প্রতিযোগিতা প্রথম স্থান- মোর্শেদা আক্তার,দ্বিতীয় স্থান- জিকরাত জাহান ইফা,তৃতীয় স্থান- সুমি রানী দাস।
পিলু পাসিং প্রতিযোগিতা প্রথম স্থান- তানজিনা আক্তার,দ্বিতীয় স্থান- হালিমা আক্তার,তৃতীয় স্থান- পারুল আক্তার।মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা প্রথম স্থান- সিমা আক্তার,দ্বিতীয় স্থান- ফারিয়া সুলতানা দিনা,তৃতীয় স্থান- নওরীন সুলতানা সাকি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বক্তব্য বলেন, ”নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন একবারে সম্ভব নয়। পুরুষের পাশাপাশি নারী উন্নয়নের সমসুযোগ দিতে হবে। তবেই দেশ উন্নতি লাভ করবে।” কবির ভাষায় তিনি আরো বলেন, বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
জলবায়ু সহনশীল জীবিকায়ন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায়- আনন্দ ও সিপ গার্লস এন্ড ওমেন সেন্টার এই বিষয়কে মাথায় রেখে দিবসটি যথাযোগ্য মর্যাদার সহিত পালন করছেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply