ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
ছাতকে মাহে রামাদ্বানকে স্বাগত জানিয়ে মিছিল ও পথসভা করেছে ইসলামি যুব মজলিস। শনিবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জে মিছিল শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে পথ সভায় মিলিত হয়।
ইসলামি যুব মজলিস ছাতক উপজেলার আহবায়ক হাফেজ মাওলানা তহুর আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ বদরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সিলেট জোনের সহকারি পরিচালক অধ্যক্ষ আবদুল হান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামি যুব মজলিস সুনামগঞ্জ জেলার আহবায়ক ফারুক আহমদ জাবেদ।
বক্তব্য রাখেন, খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, জেলা যুব মজলিসের যুগ্ম আহবায়ক মুফতি আবদুর রব, কেএম মুশাহিদ আলী, ছাতক পৌর আহবায়ক আবুল হোসেন ইনু, যুগ্ম আহবায়ক মাওলানা জুবায়ের আহমদ, সদস্য সচিব এম আনোয়ার হোসেন, খেলাফত মজলিস সিংচাপইড় ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা হেলাল আহমদ, যুব মজলিস উপজেলা নির্বাহি সদস্য মাওলানা বিলাল আহমদ, মাওলানা রাজু বিন মুনির, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা জাহেদ আহমদ প্রমূখ।